স্পোর্টস লাইফ, ডেস্ক : চলতি এশিয়ান গেমসে বাংলাদেশের নামের পাশে যোগ হচ্ছে একের পর এক ব্যর্থতা। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইপর্বে থেকেই এবার বাদ পড়লেন বাংলাদেশের দুই শুটার উম্মে জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না।
সোমবার (২০ আগস্ট) সকালে ইন্দোনেশিয়ার পালেমবাং শুটিং কমপ্লেক্সে ৬১২.৬ পয়েন্ট নিয়ে ৪৬জন প্রতিযোগীর মধ্যে ২৫তম হন জাকিয়া।
আর ৬০৯.৭ স্কোর নিয়ে ৩৪তম হন রত্না। সর্বোচ্চ ৬৩১.৯ পয়েন্ট পেয়ে বাছাই পর্বের শীর্ষস্থানে ছিলেন চীনের রুঝো ঝাও।
এছাড়া ৬২৯.৪ পয়েন্ট নিয়ে ভারতের অপুর্ভি চান্দেলা দ্বিতীয় ও ৬২৭ পয়েন্ট নিয়ে জাপানের উনহা জুং হয়েছে তৃতীয়।
এর আগে একই দিন, শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ড থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের দুই আবদুল্লাহ হেল বাকী ও রিসালাতুল ইসলাম।
এদিন ৬১৮.৪ স্কোর করেন বাকী। এই স্কোর নিয়ে ৪৪ জন প্রতিযোগির মধ্যে ১৯ তম হন তিনি। আরেক শুটার রিসালাতুল হয়েছেন ২৯ তম। তার স্কোর ৬১৪.৩।