স্পোর্টস লাইফ, ডেস্ক : মেয়েদের জাতীয় রাগবির তৃতীয় আসরে সেরা হয়েছে ঠাকুরগাঁও জেলা। মঙ্গলবার ফাইনালে তারা টাইব্রেকারে ২-১ পয়েন্টে হারায় রংপুর জেলাকে।
নির্ধারিত সময়ের খেলায় কোনও দল পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
১৩ জেলার এই টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ হয়েছে কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ। রানার্সআপ রংপুরের রুনা আক্তার হয়েছেন সেরা খেলোয়াড়।
ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের গেমস অ্যান্ড স্পোর্টসের বিভাগীয় প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল জাহির সহ অন্যরা।