স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং পোলার আইসক্রীম এর পৃষ্ঠপোষকতায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে চলছে ”পোলার আইসক্রীম ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট (বালক ও বালিকা)২০১৮” ।
শনিবার (২২সেপ্টেম্বর) অনুষ্ঠিত খেলার ফলাফল :
বালিকা বিভাগ :
০১। সকাল ০৮:০০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় স্কলাসটিকা (উত্তরা) ০৫-০২ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
০২। সকাল ০৮:৪০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় স্কলাসটিকা (মিরপুর) ০৯-০১ গোলে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
০৩। সকাল ০৯:২০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ০৬-০২ গোলে বি.এ.এফ শাহীন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
০৪। সকাল ১০:০০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় গ্রীন হেরাল্ড ০৭-০০ গোলে সিদ্বেশরী গালর্স স্কুলকে পরাজিত করে।
০৫। সকাল ১০:৪০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় গোলে সানিডেল ১০-০১ গোলে হীড ইন্টারন্যাশনালকে পরাজিত করে।
০৬। সকাল ১১:২০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় শহীদ পুলিশ স্মৃতি কলেজ ০২-০০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে।
বালক বিভাগ:
০১। দুপুর ০২:৩০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১২-০৬ গোলে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
০২। বিকাল ০৩:২০ টায় (মাঠ নং – ১) অনুষ্ঠিত খেলায় শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১০-০৩ গোলে রাজধানী আইডিয়াল স্কুলকে পরাজিত করে।