স্পোর্টস লাইফ, প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠান ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২২-২০২৩ এর আওতায় ঢাকা জেলায় অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা-২০২৩।
ঢাকা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৩মার্চ-২০২৩ বেইলী স্কয়ার অফিসার্স কোয়ার্টার ফুটবল মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে আরমানিটোলা ফুটবল দল ও বেইলী স্কয়ার অফিসার্স কোয়ার্টার ফুটবল দল মুখোমুখি হয়।
খেলায় শেষ পর্যন্ত টাইব্রেকারে আরমানিটোলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেইলী স্কয়ার অফিসার্স কোয়ার্টার ফুটবল দল।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বেইলী স্কয়ার অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেইলী স্কয়ার অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: মাসুদ আহম্মেদ ও সমিতির ক্রীড়া সম্পাদক আবোল কাশেম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম।