স্পোর্টস লাইফ, ডেস্ক : বিশ্বের ‘দ্রুততম মানব’ জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট জানালেন ট্র্যাক এন্ড ফিল্ড থেকে অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে তাঁর৷ রিও তাঁর শেষ অলিম্পিক৷
রিও-তে একটি সাংবাদিক সম্মেলনে এই স্প্রিন্ট তারকাকে বেশে খোশ মেজাজেই খুঁজে পাওয়া গেল৷ এখানে তিনি হাসতে হাসতে জানান, বেশ কয়েকজন অর্ধনগ্ন নতর্কীকে নিয়ে তিনি সাম্বা টিম তৈরি করতে চান৷
২৯ বছর বয়সী আইকন অ্যাথলিট লন্ডনে আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পর অবসর নেবেন৷ তার আগে রিও-তে চলতি অলিম্পিকে 100m, 200m এবং 4x100m রিলে রেসে সোনা জিততে চান৷
তিনি বলেন, ‘এই কয়েকবছর ট্র্যাকে আমার আমি নিজেকে উজার করে দিয়েছি৷ প্রমাণ করেছি আমি সেরা৷ এবারই শেষ৷ নতুন করে আর কিছু প্রামাণ করার নেই আমার৷’
অলিম্পিকের আগে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অপরাধে বিভিন্ন প্রতিযোগির রিও-তে আসা হয়নি৷ সবচেয়ে বেশি মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে রাসিয়ার অ্যাথলিটদের বিরুদ্ধে৷ সকলের উদ্দেশ্য বোল্ট বলেন, অলিম্পিকের মতো খেলাটিকে সকলের উচিত কলঙ্কমুক্ত করা৷