স্পোর্টস লাইফ, ডেস্ক : জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে কনুইতে আঘাত পাওয়ায় অলিম্পিক গেমস থেকে ছিটকে গেলেন ব্রাজিল ফুটবল দলের গোলরক্ষক ফার্নান্দো প্রাস। ৩৮ বছর বয়সী পলারমেইরাসের এই গোলরক্ষক অনূর্ধ্ব-২৩ দলের তিনজন বেশি বয়সী খেলোয়াড়ের একজন ছিলেন।
তার স্থানে দলে ডাকা হয়েছে অ্যাতলেতিকো মিনেইরোর গোলরক্ষক উইলসনকে। এ সম্পর্কে ব্রাজিল অলিম্পিক কমিটি জানিয়েছে, এখনো পর্যন্ত দেশের হয়ে না খেলা প্রাস এবারও সেই সুযোগ পেলেন না। ইনজুরির কারণে তার আর অলিম্পিকে খেলা হচ্ছে না।
এখনো পর্যন্ত অলিম্পিকে স্বর্ণপদক না পাওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘এ’তে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্কের বিপক্ষে লড়বে। বৃহস্পতিবার প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।