স্পোর্টস লাইফ, ডেস্ক : প্রথম দিন না পারলেও রিও অলিম্পিকের দ্বিতীয় দিন এসে ঠিকই নিজেদের আধিপত্য বিস্তার করলো যুক্তরাষ্ট্র। প্রথম দিনের সেরা অস্ট্রেলিয়াকে হটিয়ে অলিম্পিক পদকের তালিকায় শীর্ষে উঠে এলো মার্কিনিরা। পাশাপাশি দ্বিতীয়স্থান দখল করেছে প্রতিদ্বন্দ্বী চীন।
দ্বিতীয় দিন শেষে যুক্তরাষ্ট্র তিনটি স্বর্ণ জিতেছে। তবে সমান তিনটি করে স্বর্ণ চীন ও অস্ট্রেলিয়া জিতলেও মোট পদকের তালিকায় এগিয়ে রয়েছে অলিম্পিকের সবচেয়ে বড় দলটি।
যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার পর শীর্ষ দশে অবস্থান করা দলগুলো হচ্ছে ইতালি, দক্ষিণ কোরিয়া, হাঙ্গেরি, রাশিয়া, যুক্তরাজ্য, সুইডেন ও জাপান।
শীর্ষ দশে থাকা দেশের পদকের তালিকা:
অবস্থান দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
১ যুক্তরাষ্ট্র ৩ ৫ ৪ ১২
২ চীন ৩ ২ ৩ ৮
৩ অস্ট্রেলিয়া ৩ ০ ৩ ৬
৪ ইতালি ২ ৩ ২ ৭
৫ দ.কোরিয়া ২ ২ ১ ৫
৬ হাঙ্গেরি ২ ০ ০ ২
৭ রাশিয়া ১ ২ ২ ৫
৮ যুক্তরাজ্য ১ ১ ০ ২
৯ সুইডেন ১ ১ ০ ২
১০ জাপান ১ ০ ৬ ৭