স্পোর্টস লাইফ, ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু বার্সার বিপক্ষে হেরে যাওয়ার পর তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে যায়। সোমবার রাতে ভিয়ারিয়ালের কাছে হেরে বার্সার সঙ্গে অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ১১।
এই হারে রানার্স-আপ হওয়া নিয়েও শঙ্কা জেগেছে। কারণ, তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ জিরোনার বিপক্ষে ৬-৩ গোলে জিতে অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে। মাত্র ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে দিয়েগো সিমিওনির শিষ্যরা। লিগের বাকি ৯ ম্যাচের ১টিতে হারলে ও ১টিতে ড্র করলে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে রানার্স-আপ হয়ে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা। এপ্রিলের ৮ তারিখ ঘরের মাঠে অ্যাটলেটিকোকে আতিথ্য দিবে রিয়াল। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে অনেক কিছু।
সোমবার রাতে ভিয়ারিয়ালের মাঠে এগিয়ে গিয়েও হার মেনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ মিনিটে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন অ্যান্তোনিও গ্রিজমান। তার গোলে ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে সিমিওনির শিষ্যরা। এরপর ম্যাচে সমতা ফেরান ভিয়ারিয়ালের ইনেস উনাল।
শুধু সমতাই ফেরাননি। ম্যাচের যোগ করা সময়ে গোল করে হারিয়ে দেন মাদ্রিদের ক্লাবটিকে। তার গোলের পর পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাটলেটিকোর ভিতোলো। শেষ পর্যন্ত উনালের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।
এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ভিয়ারিয়াল। সমান ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।