স্পোর্টস লাইফ, ডেস্ক : পরের দিন অলিম্পিকে তাদের প্রতিযোগিতা। জুটি হয়ে লড়বেন ব্রাজিলের ইনগ্রিদ দে অলিভেইরা ও জিওভান্নে পেদ্রোসো। কিন্তু আগের রাতেই অলিম্পিক ভিলেজের রুম থেকে পার্টনার পেদ্রোসোকে বের করে দিলেন অলিভেইরা। কারণ, স্বদেশি অ্যাথলেট পেদ্রো গনসালভেসের সাথে রাত কাটাতে হবে তাকে। এবং যা হবার তাই হলো।
পরের দিন নিজেদের প্রতিযোগিতা শেষে তালিকার সব শেষ নাম অলিভেইরা ও পেদ্রোসোর। আর এই ঘটনার পর এবার অলিভেইরার সাথে আর কখনও জুটি বাঁধবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পেদ্রোসো।
২০ বছরের অলিভেইরা ও ১৭ বছরের পেদ্রোসোর সিংক্রোনাইজ ডাইভিংকে স্থানীয় মিডিয়া বলেছে ‘প্যাথেটিক’। তার পেছনে কারণ এখন জানা যাচ্ছে। অলিভেইরা অবশ্য বলছেন পেদ্রোসোর সাথে সম্পর্ক খারাপ হয়েছে বলেই তারা ভালো করতে পারেননি। এর পেছনে ক্যানোইস্ট গনসালভেসের সঙ্গে তার ম্যারাথন যৌনতার সম্পর্কের যে কথা বলা হচ্ছে তা দায়ী না। গনসালভেস বলেছেন, ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে রাজি নন তিনি।
পেদ্রোসো কষ্টে কূলকিনারা পাচ্ছেন না। তিনি বলেছেন, “অলিম্পিকের জন্য চার বছর অপেক্ষায় থেকেছি। আর তার জন্য কি না আমাকে রুম থেকে বের করে দিয়ে মজা করাটাই বড় হলো! ওর সাথে আগে থেকেই ঝামেলা হচ্ছিল। আমি একটা করতে চাই তো ও করতে চায় আরেকটা।”
এবারের অলিম্পিকে ভিলেজে রেকর্ড সাড়ে চার লাখ কনডম রাখা হয়েছে নিরাপদ যৌনতার জন্য। কিন্তু অলিভেইরা-পেদ্রোসোর ট্রেনার দা সিলভা হতাশ, “সে মজা করতেই পারে। কিন্তু অলিম্পিকে আমাদের যে উদ্দেশ্য, তাতে তো মন দিতে হবে। এখন তো সেক্স সিম্বল হিসেবে নাম হয়ে গেল তার!”