স্পোর্টস লাইফ, ডেস্ক : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃজেলা মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় স্বাগতিক রাজশাহী জেলা দল শিরোপা জিতেছে।
শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনালে স্বাগতিক রাজশাহী ২-০ (২৫-২১ ও ২৫-১৪) সেটে পাবনা জেলাকে হারায়।
এর আগে শুক্রবার প্রতিযোগিতার সেমিফাইনালে রাজশাহী ২-০ সেটে নওগাঁ জেলাকে ও পাবনা জেলা একই ব্যবধানে (২-০ সেটে) নাটোর জেলাকে হারিয়ে ফাইনালে উঠেছিল।