স্পোর্টস লাইফ, ডেস্ক : আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান সম্প্রতি বেশ নাম কুড়িয়েছেন। বাংলাদেশে গত বছর যুব বিশ্বকাপ খেলতে এসেছিলেন তরুণ এই লেগ স্পিনার। আগের বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কারণেই জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে সুযোগ হয়েছে তার।
এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে ম্যাচ খেলা রশিদ খানের উইকেট সংখ্যা ২২টি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ রান খরচ করে নিয়েছিলেন দুটি উইকেট।
রবিবার মুশফিকের জন্য ফাঁদ পেতে সফল হয়েছিলেন তিনি। মুশফিক স্লগ সুইপ খেলতে পছন্দ করে। তাই তো গুগলিতেই তাকে পরাস্ত করেছিলেন আফগানিস্তানের এই লেগি।
পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত হয়েই লেগ স্পিনের এই বিশেষ ডেলিভারি দেওয়াটা আয়ত্ত্ব করেছেন রশিদ খান। তিনি বলেছেন, ‘কিছুটাতো প্রকৃতিপ্রদত্তই। কেউ এ বিষয়ে আমাকে সহায়তা করেনি। তবে শহীদ আফ্রিদিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’
১৮ বছর বয়সী রশিদ খান নিজের বোলিং বেশ ভালোভাবেই উপভোগ করছেন। এশিয়ার সব দেশের উইকেটই স্পিনারদের জন্য সহায়ক থাকে বলে মনে করেন রশিদ, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় এখানে বোলিং করেছি। আমি বেশ ভালভাবেই আমার বোলিং উপভোগ করছি। স্পিনারদের জন্য খুব ভালো উইকেট, এশিয়ার সবগুলো উইকেটই বোলারদের জন্য ভালো।’
প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপক্ষে নিজের পরিকল্পনা নিয়ে রশিদ খান বলেছেন, ‘আমি শুধু ব্যাটসম্যানদের মানসিকতার দিকে দৃষ্টি রাখি। তারা কি করতে চায় লেগস্পিনের বিপক্ষে, সেটা বোঝার চেষ্টা করি। গুগলিটা তখনই মূলত ব্যবহার করি।’