আমন্ত্রণপত্র জালিয়াতির অভিযোগে ১০ অস্ট্রেলিয়ান অ্যাথলেট আটক!

স্পোর্টস লাইফডেস্ক : সময় যত গড়াচ্ছে রিও অলিম্পিক ততই ঘটনাবহুল হয়ে উঠছে। মিথ্যা ছিনতাইয়ের অভিযোগে তিন মার্কিন সাঁতারু গ্রেপ্তারের ঘটনার রেশ না কাটতেই এবার পুলিশের হাতে আটক হলেন ১০ অস্ট্রেলিয়ান অ্যাথলেট! শুক্রবার নিজ দেশের প্রতিযোগীদের বাস্কেটবল ইভেন্ট দেখতে স্টেডিয়ামের ভিতরে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়।

অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির (এওসি) একজন উর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রাগবি, সাইক্লিং ও নৌচালনা ইভেন্টের ১০ প্রতিযোগীকে স্থানীয় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল।

এওসি’র প্রধান নির্বাহী ফিওনা ডে জং জানিয়েছেন, অস্ট্রেলিয়া বনাম সার্বিয়ার মধ্যকার বাস্কেটবল ম্যাচ দেখতে এবং নিজ দেশকে সমর্থন দিতে গিয়েছিলেন অ্যাথলেটরা। কিন্তু স্টেডিয়ামে প্রবেশের জন্য তাদের কাছে বৈধ অনুমতিপত্র ছিল না। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি তা নিশ্চিত করে তিনি বলেছেন, “এটা নিতান্তই একটা ভুল বোঝাবুঝি। ব্রাজিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করা হয়েছে।”

Print Friendly, PDF & Email