স্পোর্টস লাইফ, ডেস্ক : গোল করতে পারার মতো ফরোয়ার্ড বা স্ট্রাইকার কই বাংলাদেশ দলে? এ প্রশ্নের উত্তর খুঁজছেন জাতীয় ফুটবল দলের বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিট। ভুটানের বিপক্ষে আগামী ১০ অক্টোবরের ম্যাচের জন্য প্রস্ততি শুরু করেছেন তিনি।
সেই ধারাবাহিকতায় রবিবার কমলাপুর স্টেডিয়ামের কৃত্রিম টার্ফের অনুশীলনে তীক্ষ্ণ চোখ রেখেছিলেন প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ফরোয়ার্ড-স্ট্রাইকারদের ওপর।
যেহেতু সামনে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ তাই গোলের ওপরই বেশি নজর দিচ্ছেন কোচ। ৭ সেপ্টেম্বর নিজ মাঠে গোলশূন্য ড্র করে বাংলাদেশ এখন কিছুটা ব্যাকফুটে। তবে খেলা গোলশূন্য ভাবে শেষ হলে ভাগ্য নির্ধারিত হবে পেনাল্টি শুটআউটে। আর ১-১ বা যে কোনও ব্যবধানে ড্র হলে বাইরের মাঠে গোল করার সুবাদে জয়ী বলে গন্য হবে বাংলাদেশ।
দলের গঠন সম্পর্কে সেইন্টফিট বলেন, ‘যেহেতু আমরা তিনদিন আগে ভুটান যাবো তাই ২৩ সদস্যের স্কোয়াডে তিনজন গোলরক্ষক অবশ্যই থাকবে।কারণ অনুশীলনে গোলরক্ষকদের ইনজুরিতে পরার আশঙ্কা থাকে। তবে আমি বৃহস্পতিবারের আগে দল চূড়ান্ত করতে পারছি না। দল নিয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে।’