স্পোর্টস লাইফ, ডেস্ক : মর্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৫ তম রাষ্ট্রপতি যে, রাজনীতির দুনিয়ার লোকই নন, এটা এতদিনে সকলে জেনে গিয়েছেন।
ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের হাজারো মহিমা। তাঁকে দেখা যায় না কোন জিনিসের আঙিনায়। সেটা বিশ্বসুন্দরী প্রতিযোগিতাই হোক, হোটেল, ক্যাসিনো কিংবা ডব্লু ডব্লু ই-এর রিং।
ডোনাল্ড ট্রাম্প আছেন সব জায়গাতেই। আর তিনি থাকা মানেই মজা আর উত্তেজনার অভাব নেই। এই ভিডিওটাই দেখুন আরও একবার। কীভাবে ডোনাল্ড ট্রাম্পও অন্যের বুকের উপর বসে পড়ে, তাঁকে দমাদম দমাদম করে মারতে পারে!
নতুন মার্কিন প্রেসিডেন্টের এমন ভিডিও দেখলে আপনি নতুন করে ভাবতে বসবেন বইকি!