স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর করলেও নিরাপত্তার অজুহাতে আসেননি ইংলিশদের নিয়মিত ওয়ানডে অধিনায়ক এউইন মরগান ও ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। মরগান না আসায় তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জস বাটলার।
ইংলিশদের গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার না আসাটা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক বটে! যদিও বিষয়টি সেভাবে দেখছেন না মাশারাফি, ‘প্রথমত খেলার কথা কিছু বলা যায় না আগে থেকে। ওদের ব্যাক আপ ক্রিকেটাররা যারা আছে তারা অনেক ভালো। সঙ্গে ভালো খেলোয়াড়ও আছে, যারা অনেক অভিজ্ঞ।
ওদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোও অনেক শক্তিশালী। যারা এসেছে তারা যথেষ্ট যোগ্য ও ভালো বলেই এসেছে। একই সঙ্গে ওদের ম্যাচ জেতানো ক্রিকেটার অনেক আছে, যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’
সম্প্রতি বাংলাদেশের লেট মিডল অর্ডার কিংবা লেট অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সেখানে সফল ইংলিশদের নিচের সারির ব্যাটসম্যানরা। ইংলিশদের এই ব্যাটিং লাইনআপ ভাবাচ্ছে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘ওদের ৮-৯-১০ নম্বর ব্যাটসম্যানও অনেক ভালো ব্যাট করে।
ব্যাটিং তাই অনেক শক্তিশালী, বোলিংতো ভালোই। আমাদের পেসাররাও আবার ভালো করছে। আশা করি আমরা আমাদের শক্তির জায়গাতেই থাকবো।’