স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ইতালির রোমে ১৩ থেকে ১৫মে-২০২২, পর্যন্ত ৩দিন ব্যাপী অনুষ্ঠিত হয় “৭ম ওয়ার্ল্ড কুশু চ্যাম্পিয়নশিপ-২০২২”।
উক্ত চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে ট্র্যাডিশনাল নানচুয়ান ইভেন্টে স্বর্ণ পদক পান ২০১০ সালে ঢাকা ১১তম এসএ গেমসে গোল্ড মেডেলিস্ট মেজবাহ উদ্দিন।
এবারের চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ইভেন্টে বিশ্বের ২০টি দেশ থেকে মোট ২০০জন পুরুষ ও নারী খেলোয়াড় অংশ গ্রহন করে।
খেলা শেষে ইতালির কুশু ফেডারেশনের প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার অ্যালেসান্দ্রো কলোনিজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ, এ আসরে বাংলাদেশ কুশু এসোসিয়েশনকে সদস্য সনদ পত্র প্রদান করেন ওয়ার্ল্ড কুশু ফেডারেশনের প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার স্টিভ এল মার্টিন।