ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে হাজী আমজাদ আলী বিদ্যালয় চ্যাম্পিয়ন

স্পোর্টস লাইফ, ডেস্ক : বিসিবি আয়োজিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে মুন্সীগঞ্জ জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় ।

শুক্রবার মীরকাদিম পৌরসভাস্থ রিকাবি বাজার গ্রীণ ওয়েলফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুন্সীগঞ্জ হাই স্কুলকে ১৮ রানে হারিয়ে শিরোপা জিতে হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় ।

প্রথমে ব্যাট করে ১৭৯ রান সংগ্রহ করে হাজী আমজাদ আলী স্কুল । ওপেনার পরশ করেন সর্বোচচ্ ৬০ রান । এছাড়া মারুফের ব্যাট থেকে আসে ৩২ রান । জবাবে কবিরের ৪২ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস সত্বেও ১৬১ রানে অল আউট হয় মুন্সীগঞ্জ হাইস্কুল ।

মারুফ নেন ৫ উইকেট । ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের মারুফ । চ্যাম্পিয়ন হবার সুবাদে হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো ।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহা: হারুন অর রশিদ । 

Print Friendly, PDF & Email