স্পোর্টস লাইফ, ডেস্ক : ২০১৬ রিও অলিম্পিকে সফল্যের জন্য ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান `রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার` চার ক্রীড়াবিদ। আর এবারই প্রথম একসঙ্গে চার ক্রীড়াবিদ এ পুরস্কার পেতে চলেছেন।
আগামি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যেয়র হাত থেকে খেলরত্ন পুরস্কার নেবেন অলিম্পিকে রুপা পদক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, রিও তে ইতিহাস সৃষ্টিকারী বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার এবং তারকা শ্যুটার জিতু রাই।
পিভি সিন্ধু এবারের অলিম্পিকে ভারতের হয়ে ব্যাডমিন্টন বিভাগে দ্বিতীয় হয়ে রুপা জিতে দেশেবাসীর মন জিতে নিয়েছেন। একই সাথে সাক্ষী মালিক কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে অসংখ্য হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য রিওতে পদক জয়ের তালিকায় এবার ভারত ৬৪ নম্বরে স্থানে ছিল।