এতো ভালো আমার কখনোই লাগেনি : তাসকিন

স্পোর্টস লাইফ, প্রতিবেদক শুক্রবার (২৩সেপ্টেম্বর) আন্তর্জাতিক ক্রিকেটের বৈধতা পেয়েছেন তাসকিন। এই খবরটা শোনার পর থেকেই খুশিতে আত্মহারা তরুণ এই পেস তারকা। খুশির ডানায় চড়ে বেড়ানো তাসকিন নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘এতো ভালো আমার কখনোই লাগেনি।’

যখন আইসিসি খুশির খবর দেয়, তখন অনুশীলনে ছিলেন তাসকিন। সতীর্থদের কাছ থেকে অভিনন্দন পেয়ে স্বভাবতই খুশি তিনি। তাসকিন বলেছেন, ‘খুব ভালো লাগছে। অনেকদিন পর এতো আনন্দ লাগছে। যেখানে যেতাম সেখানেই প্রশ্নের সামনে পড়তাম কবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবো। এখন এই জায়গা থেকে অনেক রিলিভ। কেননা ক্যারিয়ার নিয়েই টেনশনে পড়ে গিয়েছিলাম। এখন আমার ভাবনা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে।’

অ্যাকশনে কিছুটা বদল আনলেও গতি কিংবা বোলিংয়ের ধার আগের মতোই আছে বলে মনে করেন তাসকিন, ‘বোলিংয়ে ধার কমেছে, এটা মনে হয় না। আগের মতোই থাকবে বলে আত্মবিশ্বাসী আমি।’

৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে আইসিসি তাসকিনের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করে। ১৫ মার্চ চেন্নাইতে পরীক্ষা দেওয়ার আগে-পরে বিশ্বকাপে আরও তিনটি ম্যাচ খেলেন এই পেস তারকা। এরপর আইসিসির ফলাফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলে বিশ্ব টি-টোয়েন্টির বাকি তিনটি ম্যাচ খেলা হয়নি তার।

উল্লেখ্য, গত এপ্রিলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় তাসকিন ও সানির অ্যাকশন রিপোর্টেড হয়। এর পর ১৫ মার্চ তাসকিন চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে অ্যাকশনের পরীক্ষা দেন। ১৯ মার্চ বিকালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাসকিনকে সব ধরনের বোলিং থেকে নিষিদ্ধ করে।

Print Friendly, PDF & Email