এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে মনন ও নোশিনের জয়

স্পোর্টস লাইফ, প্রতিবেদক থাইল্যান্ডে চিয়াং মাই শহরে অনুষ্ঠানরত এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস-২০১৮ এর সপ্তম রাউন্ডের খেলা শেষে মনন রেজা নীড় ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

এশিয়ান ইযুথের সপ্তম রাউন্ড শেষে ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে সুব্রত বিশ্বাস, ৪ পয়েন্ট, ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট, বালিকা অনুর্ধ্ব-১৪ গ্রুপে নোশিন আঞ্জুম সাড়ে তিন পয়েন্ট, ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে মারযুক চৌধুরী ৩ পয়েন্ট, ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে স্বর্নাভো চৌধুরী ৩ পয়েন্ট, বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল ফেরদৌস আড়াই পয়েন্ট ও ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে সৈয়দ রিদওয়ান দেড় পয়েন্ট অর্জন করেছেন।

শুক্রবার (৬এপ্রিল) এশিয়ান ইয়ুথের সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডের খেলায় মনন থাইল্যান্ডের সামাতথানান থেরাতকে, নোশিন মালয়েশিয়ার ফো জিং ক্লাইরিকে ও মারযুক নেপালের কৌরালা অভিনভ বাহাদুরকে পরাজিত করেন।

সুব্রত শ্রীলংকার ফিদে মাস্টার পিয়ুমানথা সাসিত নিপুনের কাছে, ফাহাদ ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ট্রান মিন থাংয়ের কাছে, স্বর্নাভো থাইল্যান্ডের সিলাডায়েং থেওয়াসুর কাছে, জান্নাত থাইল্যান্ডের সিংসোমরাজ সর্নসাওয়ানের কাছে ও রিদওয়ান ভিয়েতনামের হে ডুক ভুয়ের কাছে হেরে যান।

ব্যাঙ্গপাই আন্তর্জাতিক এইজ গ্রুপ দাবার অনুর্ধ্ব-৬ গ্রুপের আজ র‌্যাপিড দাবা ইভেন্ট অনুষ্ঠিত হয় র‌্যাপিড ইভেন্টে ওয়ারসিয়া খুশবু ৬ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেন। ব্যাঙ্গপাই আন্তর্জাতিক এইজ গ্রুপ দাবার অনুর্ধ্ব-৬ এর স্ট্যান্ডার্ড দাবার আজ বিরতি-দিন ছিল। ওয়ারসিয়া স্ট্যান্ডার্ড দাবায় ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

Print Friendly, PDF & Email