এশিয়ান চ্যাম্পিয়নশীপ সাবা কোয়ালিফায়ার বাস্কেটবলে বাংলাদেশের জয়

স্পোর্টস লাইফ, প্রতিবেদক ঢাকা ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার (৯জুলাই) ২০১৮ থেকে ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে  ঢাকা ব্যাংক ফিবা অ-১৮ এশিয়ান চ্যাম্পিয়নশীপ সাবা কোয়ালিফায়ার (2018 FIBA U18 ASIAN CHANPIONSHIP-SABA QUALIFIER) শুরু হয়েছে। 

ড. শ্রী বীরেন শিকদার, এমপি প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও  মো: সৈয়দ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি অংশ গ্রহনকারী দেশের খেলোয়াড় ও কর্মকর্তাগনের সাথে পরিচিত হন এবং তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য, বিওএ এর উপ মহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএ এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব:)।

এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল লে:কমান্ডার এ কে সরকার (অব:), ঢাকা ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ, ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন ও অংশ গ্রহনকারী দলের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী দিনের প্রথম খেলা ভারত বনাম শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ভারত ১১২-৫৩ পয়েন্টের ব্যবধানে শ্রীলংকাকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় ভারত ৫০-২৭ পয়েন্টে এগিয়ে ছিল ।

দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ১০২-৫০ পয়েন্টের ব্যবধানে মালদ্বীপকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের বাংলাদেশ ৫২-১১ পয়েন্টে এগিয়ে ছিল ।

মঙ্গলবারের খেলা (১০জুলাই,২০১৮)

১ম খেলা সকাল ৯টায় নেপাল বনাম ভারত , দ্বিতীয় খেলা বিকাল ৩টায় শ্রীলংকা বনাম মালদ্বীপ এবং তৃতীয় খেলা বিকাল ৫টায় বাংলাদেশ বনাম ভারত এর মধ্যে অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email