স্পোর্টস লাইফ, ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদ তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। ডেভিড ওয়ার্নারের জায়গায় সামনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।
বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়া ও দেশটির ঘরোয়া ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আইপিএল কর্তৃপক্ষও তাদের নিষিদ্ধ করেছে এবারেরে আসর থেকে। ওয়ার্নারকে হারানো পর নতুন অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড ব্যাটসম্যান উইলিয়ামসনের হাতে দায়িত্ব তুলে দিয়েছে হায়দরাবাদ। তবে দলটির অধিনায়ক ওয়ার্নারই থাকছেন, এবারের মৌসুমে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইলিয়ামসন।
হায়দরাবাদে ভারতের শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারের মতো তারকা খেলোয়াড়রা আছেন। এরপরও নিউজিল্যান্ড অধিনায়কের ওপর আস্থা রেখেছে দলটি। নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কিউই ব্যাটসম্যান, ‘আমি এই মৌসুমে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছি। নতুন এই চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি।’
২০১৫ সালে প্রথমবার উইলিয়ামসনকে কেনে হায়দরাবাদ। এবারের নিলামেও কিউই অধিনায়ককে দলে ভিড়িয়েছে তারা। আইপিএল ক্যারিয়ারের সময়টা লম্বা হলেও মাঠে নেমেছেন মাত্র ১৫ ম্যাচে। সেখানে অবশ্য নিজেকে খুব ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। ১২৯.২৪ স্ট্রাইক রেটে তিন হাফসেঞ্চুরিতে করেছেন ৪১১ রান।