স্পোর্টস লাইফ, ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালের ম্যাচে আফগানদের কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। ঠিক যেন উড়ে গেল। মোহাম্মদ শাহজাদের ৮৪, রহমত শাহ’র ৫১ ও মোহাম্মদ নবীর ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে মাত্র ৩ উইকেটের খরচায় ২০৬ রান সংগ্রহ করে জিতলো চ্যাম্পিয়নের মুকুট।
এর আগে রোববার (২৫ মার্চ) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামাটা মোটেই সুখকর হয়নি ক্যারিবিয়দের। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় মিডল অর্ডারে রভম্যান পাওয়েলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ ও শিমরন হ্যাটমায়ারের ৩৮ রানে ৪৬.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
আফগানদের হয়ে বল হাতে মুজিব উর রহমান ৪টি, গুলবাডিন নাইব ২টি এবং রশিদ খান, শরফুদ্দিন আশরাফ ও দউলাত জাদরান নেন ১টি করে উইকেট।
জবাবে জয়ের জন্য ২০৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ ও মোহাম্মদ নবীর ব্যাটে হেসে খেলে জয়ের বন্দরে নোঙর ফেলে আফগানিস্তান।
ক্যারিবিয়দের হয়ে বল হাতে ক্রিস গেইল ২টি ও কিমো পল নিয়েছেন ১টি উইকেট।