স্পোর্টস লাইফ, প্রতিবেদক : স্কুল পর্যায় থেকে উশু খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা নানামুখি পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ উশু এসোসিয়েশন কর্তৃক সদ্য নিবন্ধিত কক্সবাজার চায়নিজ উশু একাডেমির আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন লন টেনিস মাঠে সপ্তাহব্যাপি উশু প্রশিক্ষণ কর্মসুচি রোববার (১৫ অক্টোবর) ২০১৭ বিকেল সাড়ে ৩টায় উদ্বোধন হতে যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
কর্মসুচিতে ক্রীড়াবান্ধব সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন প্রশিক্ষণ কর্মসুচির প্রধান সমন্বয়কারি জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সমন্বয়কারি বিশিষ্ট আইনজীবী অরুপ বড়ুয়া তপু, আহবায়ক আমিনুল ইসলাম মুকুল ও সদস্য সচিব আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
এদিকে আহবায়ক কমিটির এক সমন্বয় সভা শনিবার (১৪অক্টোবর) বিকেলে উশু মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, প্রশিক্ষণ কর্মসুচির সমন্বয়কারি এড. অরুপ বড়ুয়া তপু, আহবায়ক আমিনুল ইসলাম মুকুল, সদস্য সচিব আনোয়ার হাসান চৌধুরী, প্রশিক্ষক ছিদ্দিকুল ইসলাম, সদস্য গিয়াস উদ্দিন, মিলন, আজিজ, জয়নাব রহমান, রওশন আক্তার, রফিকুল ইসলাম সোহেল, মো: আমান উল্লাহ, ছৈয়দ উল্লাহ আজাদ, সোহরাব হোসেন চৌধরী ও শাহ নেওয়াজ প্রমুখ।