কলকাতায় বাংলাদেশ বাস্কেটবল দলের হার

স্পোর্টস লাইফ, প্রতিবেদক ভারতে কলকাতার ঐতিহ্যবাহি ক্লাব রাখী সংঘের একশ বছর পূর্তি উপলক্ষ্যে ১৪-১৯ এপ্রিল,২০১৮ পর্যন্ত অল ইন্ডিয়া ইনভাইটেশনাল বাস্কেটবল টুর্নামেন্ট (পুরুষ ও মহিলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণের জন্য পশ্চিম বঙ্গ বাস্কেটবল এসোসিয়েশন কর্তৃক বাংলাদেশ পুরুষ ও মহিলা বাস্কেটবল দলকে আমন্ত্রণ জানানো হয়। প্রিমিয়ার সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুরুষ বাস্কেটবল দল বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছে।

এ ছাড়া বাংলাদেশ মহিলা বাস্কেটবল দল গত ১৩ এপ্রিল কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

ভারতের পশ্চিম বঙ্গ সরকারের ইউ.ডি এন্ড এম.এ এন্ড রাখী সংঘের সভাপতি ও মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এ কে সরকার ।

প্রথম খেলায় বাংলাদেশ দল ৮২-৯৩ পয়েন্টের ব্যবধানে পাঞ্জাব বাস্কেটবল দলের সাথে পরাজিত হয়। মিঠুন বিশ্বাস-১৮, সোয়েব-১৬ ও মিঠুন সরকার-১৪ পয়েন্ট স্কোর করেন।

Print Friendly, PDF & Email