স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ভারতের কলকাতায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইনভাইটেশনাল বাস্কেটবল টুর্নামেন্ট (পুরুষ ) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ দল বনাম মোম্বাই সেন্ট্রাল রেলওয়ে দলের মধ্যে প্রতিদ্বন্দিতা হয়।
উক্ত খেলায় বাংলাদেশ দল ৮৯-৭৯ পয়েন্টের ব্যবধানে মোম্বাই সেন্ট্রাল রেলওয়ে দলকে পরাজিত করে।
প্রিমিয়ার সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় বর্তমানে বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দল কলকাতায় অবস্থান করছে।বাংলাদেশ দলের মিঠুন বিশ্বাস- ২৭, মিঠুন সরকার-২৪ ও সোয়েব ১১ পয়েন্ট স্কোর করে।
প্রথম খেলায় বাংলাদেশ মহিলা দল বনাম সাউথ ওয়ের্স্টান রেলওয়ে দলের মধ্যে প্রতিদ্বন্দিতা হয়। উক্ত খেলায় সাউথ ওয়ের্ন্টান রেলওয়ে দল ১০৭-৭০ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ মহিলা দলকে পরাজিত করে।