স্পোর্টস লাইফ, ডেস্ক : অলিম্পিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েই বাজিমাত করেছে কসোভো। রিও গেমসে জুডোতে দেশকে স্বর্ণ এনে দেন মাইলিন্দা কেলমন্দি। মেয়েদের ৫২ কেজির ওজনশ্রেণীতে ইতালির ওদেত্তে জুফ্রেইদাকে ১ পয়েন্টের ব্যবধানে হারান কেলমেন্দি। আর সেই সঙ্গে অলিম্পিকে প্রথমবারের মতো কসোভোর জাতীয় সংঙ্গীত বেজে ওঠে।
২০০৮ সালে সার্বিয়া থেকে বিছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে কসোভো। তবে অলিম্পিকে দেশটি সদস্যপদ পায় ২০১৪ সালে। আর ২০১২ লন্ডন অলিম্পিকে এই কেলমেন্দি আলবেনিয়ার হয়ে সুযোগ নেন। তবে সেবার শুরুর দিকে বিদায় নিতে হয় তাকে।
এর আগে দুইবার বিশ্ব চ্যাম্পিয়নসশিপে স্বর্ণ জেতেন কেলমেন্দি। যেখানে উদ্বোধনীর দিন তার হাতেই ছিল কসোভোর পতাকা। আর এবার সোনা জিতে গড়লেন ইতিহাস।