কুককে দ্রুত ফেরাতে মুশফিকের পরিকল্পনা

স্পোর্টস লাইফ, প্রতিবেদক বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ইংলিশদের মধ্যে ব্যাটসম্যান হিসেবে একমাত্র তারই অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের বিপক্ষে খেলার। এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে ৪টি ম্যাচে খেলেছেন তিনি। ২ সেঞ্চুরিতে করেছেন ৪০১ রান। ২০১০ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজেই তার রয়েছে ১৭৯ রানের ইনিংস। তাই ইংলিশদের চেপে ধরতে হলে অ্যালিস্টার কুককেই দ্রুত ফেরাতে হবে।

প্রথম টেস্টকে ঘিরে অবশ্য তেমনটাই প্রত্যাশা করছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অ্যালিস্টার কুককে নিয়ে ইংলিশ সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘কুক অবশ্যই যে কোনও তরুণ ক্রিকেটারের জন্য রোল মডেল। যেভাবে গত ১০-১২ বছর ধরে খেলছে।

আমার পরে অভিষেক হলেও সে ১৩৪ টেস্ট খেলে ফেলেছে। আমি খেলেছি মাত্র ৪৮ টেস্ট! এতেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট ম্যাচ খেলেছে এবং কতো কিছু অর্জন করেছে। তাই আমাদের বিপক্ষে সে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই আমরা তাকে দ্রুত ফেরাতে চাইবো। আশা করি, ওকে নিয়ে আমাদের পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগাতে পারবো।

সংবাদ সম্মেলনে কথা বলছেন মুশফিক (ছবি: এএফপি)

ওয়ানডে সিরিজে ভালোই উত্তাপ ছড়িয়েছিল বাটলার কাণ্ড। যাকে ঘিরে তেতে ছিলেন দুই দলের ক্রিকেটাররাই। কিন্তু টেস্টে দুই দলের ক্রিকেটারদের মধ্যে এমন আচরণগত সমস্যাগুলোর পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন মুশফিক, ‘ওয়ানডেতে কিছু সমস্যা হয়েছিল। এরপর আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আশা করি মাঠে দু’দল সেটাই বজায় রাখবে, কেউ বাজে আচরণ করবে না।’

অ্যালিস্টার কুকের সঙ্গে ওপেনার হিসেবে দেখা যেতে পারে বেন ডাকেট কিংবা হাসিব হামিদকে। দুজনই তরুণ প্রতিভাধর ক্রিকেটার। মুশফিক অবশ্য এই দুইজনের ব্যাপারে বেশি কিছু জানেন না, ‘ওদের সম্পর্কে আমার খুব বেশি জানা নেই। তবে প্রস্তুতি ম্যাচে যারা খেলেছে, ওদের কাছ থেকে জানতে পারবো। তবে ইংল্যান্ডের মতো আমাদের দলেও বেশ কয়েক জন নতুন ক্রিকেটার আছে। ওরাও আমাদের নতুনদের সম্পর্কে জানে না। আশা করি বিষয়টি দুই দলের জন্য একই হবে।’

Print Friendly, PDF & Email