স্পোর্টস লাইফ, ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮’র মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক। এবারই প্রথম কলকাতার হয়ে খেলবেন তিনি। যেখানে নিলামে তাকে ১.১ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কেনা হয়েছিল। আর দলের সিনিয়র সদস্য রবিন উথাপ্পাকে সহ-অধিনায়ক করা হয়েছে।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই খেলছেন কার্তিক। আর এখন পর্যন্ত তিনি ভিন্ন পাঁচটি দলের হয়ে খেলেছেন। দলগুলো হলো, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলিভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সর্বশেষ গুজরাট লায়ন্স। এই দলগুলোর কয়েকটিতে সে অাবার স্ট্যান্ড-ইন অধিনায়ক ছিলেন। এছাড়া তিনি তার ঘরের দল তামিল নাড়ুর নেতৃত্ব দেন।
৩২ বছর বয়সী কার্তিক গৌতম গম্ভিরের থেকে কলকাতার নেতৃত্ব বুঝে পেলেন। যেখানে গম্ভিরের অধিনায়কত্বে কলকাতা ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।
আগামী ৭ এপ্রিল মুম্বাইতে আইপিএলের ১১তম আসরের উদ্বোধন হবে।