স্পোর্টস লাইফ, ডেস্ক : দেশের প্রথম কোচ হিসেবে আইটিটিএফ কোচিং কোর্স লেভেল-৩ করে এসেছেন খন্দকার আল মোস্তফা বিল্লাহ। শ্রীলঙ্কায় গত ১৯ থেকে ২৬ নভেম্বর এই কোর্স হয়েছে।
এর ফলে এখন থেকে তিনি দেশে কিংবা দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবেন।
আগেই জাতীয় জুনিয়র দলের কোচ ছিলেন মোস্তফা বিল্লাহ। এবার অর্জন করলেন সিনিয়রদের কোচ হওয়ার যোগ্যতা। সোমবার (৪ডিসেম্বর) সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জানান, ‘কোর্সটি বেশ কঠিন ছিল। গত বছর ২০ জন অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। কিছুটা ভয় নিয়ে কোর্সে অংশ নিয়েছিলাম, পাসও করলাম। আমি এখন জাতীয় সিনিয়র দলের দায়িত্ব পালন করতে চাই।’
হাই পারফরম্যান্স কোচ হওয়ার ইচ্ছের কথাও জানিয়ে রাখলেন মোস্তফা বিল্লাহ। এই কোর্সটির জন্য বিল্লাহকে যেতে হবে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে।