স্পোর্টস লাইফ, প্রতিবেদক : শুক্রবার (৩০ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘খন্দকার ফজলে সোবহান ন্যাশনাল পেয়ার ব্রিজ চ্যাম্পিয়নশিপ’।
৩৬ পেয়ারের ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন দু’দিন ব্যাপী এই টুর্নামেন্টে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান। এ সময় ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস এবং কুমিল্লা ক্লাবের সভাপতি গোপী কুন্ডু উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘ব্রিজ হল মেধার খেলা। সারা বিশ্বে এটা ব্যাপক জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে তাস বলতেই সাধারণ মানুষ ধারণা করে এর সঙ্গে জুয়ার সম্পর্ক রয়েছে। আসলে তাসের সঙ্গে যদি জুয়ার সম্পৃক্ততা বন্ধ রাখা যায়, তাহলে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের জন্ম হবে। আন্তর্জাতিক পর্যায়ে তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।’ এছাড়া প্রথমবারের মতো প্রত্যেক শনিবার বিকেল পাঁচটা থেকে দেড়শ’ টাকা নিবন্ধন ফি দিয়ে খেলার সুযোগ করে দিয়েছেন ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন।
দেশের হাতে গোনা দু’চারটি ডিসিপ্লিনের মধ্যে একটি ব্রিজ, যারা বিশ্বকাপে অংশ নিয়েছে। আগষ্টে অনুষ্ঠিত জাকার্তা এশিয়ান গেমসেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিও জন্য এবার ‘খন্দকার ফজলে সোবহান ন্যাশনাল পেয়ার ব্রিজ চ্যাম্পিয়নশিপ’এর আয়োজন করেছে ব্রিজ ফেডারেশন।