স্পোর্টস লাইফ, ডেস্ক : ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রবিবার ব্রাদার্স ইউনিয়নকে ৩ উইকেটে হারালো খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। নিজেদের চতুর্থ জয়ে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে তারা।
টসে হেরে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৪৬ ওভারে গুটিয়ে যায় ১৮৭ রানে। মিডল অর্ডারে কেবল অলক কাপালি ও সোহরাওয়ার্দী শুভ যা একটু প্রতিরোধ গড়েছিলেন। সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক কাপালি। এছাড়া সোরওয়ার্দী খেলেন ৩৩ রানের ইনিংস।
খেলাঘরের বোলারদের মধ্যে সফল ছিলেন যুব দলের পেসার হাসান মাহমুদ। তিনি ৮ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মঈনুল ইসলাম দুটি উইকেট পান।
লক্ষ্য ছোট হলেও ভুগতে হয়েছে খেলাঘরকে। ১৮৮ রানের লক্ষ্যে পৌঁছাতে তাদের খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে নাজিমউদ্দিনের দল।
উদ্বোধনী জুটিতে মন্থর গতিতে রান তোলার মাশুল শেষ দিকে দিতে হয়েছিল খেলাঘরকে। ১৮তম ওভারের প্রথম বলে সাদিকুর রহমান ৩৫ রানে ফিরলে ভাঙে ৬৭ রানের জুটি। আরেক ওপেনার রাফসান আল মাহমুদ ৩০ রানে আউট হন।
এরপর মিডল অর্ডারে অশোক মেনারিয়ার ৫৫ রানে ভর করে জয়ের আশা টিকে থাকা খেলাঘরের। ম্যাচসেরা তিনি। শেষ দিকে মঈনুলের ২২ রানও কার্যকরী ভূমিকা রেখেছে জয় পেতে।
ব্রাদার্সের বোলারদের মধ্যে মেহেদী হাসান রানা ও সোহরাওয়ার্দী দুটি করে উইকেট নিয়েছেন।