স্পোর্টস লাইফ, ডেস্ক : রিও অলিম্পিকে বাংলাদেশিদের নজর ছিল ১১২ বছর পর চালু হওয়া ব্যয়বহুল ইভেন্ট গলফের দিকে। এ ইভেন্টে দেশের হয়ে সরাসরি অংশ নিয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে আসরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। ৬০ জনের এ খেলায় তিনি হয়েছেন ৫৮তম।
আসরে সোনা জিতেছেন যুক্তরাজ্যের জাস্টিন রোজ। পারের চেয়ে ১৬ শট কম খেলে সেরা হয়েছেন রোজ। আর ১৪ শট কম খেলে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে র্যানঙ্কিংয়ে রোজের থেকে এগিয়ে থাকা সুইডেনের হেনরিক স্টেনসনকে। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাট কুচার।
উল্লেখ্য, জিকা ভাইরাস আতঙ্কে অনেক তারকা এবারের অলিম্পিকে অংশ নেননি।