চেন্নাইয়ের পরের দুই ম্যাচে নেই রায়না

স্পোর্টস লাইফ, ডেস্ক : আইপিএল ক্যারিয়ারে প্রথমবার চেন্নাই সুপার কিংসের ম্যাচে খেলতে পারবেন না সুরেশ রায়না। পায়ের চোট নিয়ে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান। কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর আন্দোলনে হোম ভেন্যু হাতছাড়া হওয়ার পর আরেকটি বড় ধাক্কা খেলো চেন্নাই।

রবিবার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব ও ২০ এপ্রিল পুনেতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারবেন না রায় না।

প্রায় তিন বছর পর চেপুকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০৩ রানের টার্গেট তাড়া করতে সফল হয়েছিল তারা। ওই ম্যাচের দশম ওভারে সুনীল নারিনের বলে একটি রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান রায়না। ১২ বলে ১৪ রান করে আউট হন তিনি।

রায়নার অনুপস্থিতিতে মিডল অর্ডারে শূন্যতা আরও বেড়ে গেলো। এরই মধ্যে কেদার যাদবের আইপিএল শেষ হয়ে গেছে। অবশ্য রবিবারে ম্যাচে ফিরছেন ফাফ দু প্লেসি। রায়নার চোটে মুরালি বিজয়কে টপ অর্ডারে পাঠিয়ে অম্বতি রাইড়ুকে মিডল অর্ডারে নামানো হতে পারে।

নদীর পানি বণ্টন নিয়ে দুই প্রতিবেশী প্রদেশের বিরোধিতায় নিরাপত্তা শঙ্কার কারণে এই মৌসুমে আর কোনও ম্যাচ হবে না চেপুকে। চেন্নাই তাদের হোম ম্যাচ খেলবে পুনেতে। 

Print Friendly, PDF & Email