জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপে রাকিব ও রাজীব মিলিতভাবে শীর্ষে

স্পোর্টস লাইফ, প্রতিবেদক ওমিকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওমিকন ৪২তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর দুই গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব পাঁচ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ৪ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

একদিন বিরতির পর সোমবার হতে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ রাউন্ডের খেলায় রাকিব নিজ দলের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে পরাজিত করেন।

রাকিব সাদা ঘুঁটি নিয়ে সিয়ামের গ্রুন্ডফিল্ড ডিফেন্সের বিরুদ্ধে একচেঞ্জ বিশ্লেষণ ধারায় খেলে ২৯ চালের মাথায় জয়ী হন। রাজীব নিজ দলের ফিদে মাস্টার তৈয়বের সাথে ড্র করেন। রাজীব সাদা ঘুঁটি নিয়ে তৈয়বের কিংস ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ক্লাসিক্যাল বিশ্লেষণ ধারায় খেলে ১১ চালে ড্র করেন।

তৈয়ব ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। গ্র্যান্ড মাস্টার জিয়া তিতাস ক্লাবের ফিদে মাস্টার রেজাউল হককে পরাজিত করেন। জিয়া কালো ঘুঁটি নিয়ে রেজার সিমিট্রিক্যাল ইংলিশ ওপেনিংয়ের বিরুদ্ধে খেলে ৫৭ চালে জয়ী হন। গোল্ডেন স্পোটির্ং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল গতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।

শাকিল সাদা ঘুঁটি নিয়ে মিনহাজের পেট্রোফ ডিফেন্সের বিরুদ্ধে খেলে ১৫ চালে ড্র করেন। শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের সাথে ড্র করেন।

বাংলাদেশ নৌবাহিনী ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম নিজন দলের ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের সাথে এবং শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র করেন।

১৫ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে তিনটা হতে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।

Print Friendly, PDF & Email