জাতীয় শোক দিবস উপলক্ষে দাবা ফেডারেশন বিশেষ কর্মসূচী পালন

স্পোর্টস লাইফ, প্রতিবেদক জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন বিশেষ কর্মসূচী পালন করেছে। ভোরে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শহাবুদ্দিন শামীম ও যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশসহ কর্মকর্তাবৃন্দ ধানমন্ডির ৩২ নং এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

দাবা কক্ষে পবিত্র কোরআন খতম এবং দুপুরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনার জন্য মোনাজাত করা হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনে সহ সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশসহ কর্মকর্তা ও খেলোয়াড়রা মোনাজাতে অংশ নেন।

এরপর দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email