স্পোর্টস লাইফ, প্রতিবেদক : নতুন সূচিতে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। টস জিতে তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
গত ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে প্রথম দুই দিনের চার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। পরে প্রতিকূল আবহাওয়ার কথা চিন্তা করে ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।