স্পোর্টস লাইফ, ডেস্ক : সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেতে হাঁটুর চোট পান এবি ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তাই খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানের। রবিবার ২৮ রানে হারের পর জানানো হলো, সিরিজের বাকি সময়ও তাকে দলে পাবে না প্রোটিয়ারা।
মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ তাকে পুরোপুরি ফিট দেখতে চান নির্বাচকরা। এজন্য তাকে ২০ ওভারের বাকি দুই ম্যাচে বিশ্রাম দিচ্ছেন তারা।
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজে বলেছেন, ‘ষষ্ঠ ওয়ানডেতে ব্যাটিং করার সময় হাঁটুতে ব্যথা পান ডি ভিলিয়ার্স। শুক্রবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেও ম্যাচগুলো খেললে চোট আবার ফিরে আসার ঝুঁকি আছে।’
টি-টোয়েন্টিতে তার জায়গায় কারও নাম ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
টেস্ট সিরিজে পাওয়া আঙুলের চোটে ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ছিলেন না ডি ভিলিয়ার্স। তিনি ছাড়াও ভারতের বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজে নেই চোটে আক্রান্ত ফাফ দু প্লেসি ও কুইন্টন ডি কক।
ভারতের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি হবে ২১ ও ২৪ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ন ও কেপটাউনে।