টুইটার যুদ্ধে অশ্বিন-গিবস

স্পোর্টস লাইফ, ডেস্ক : দুই দেশের দুই ক্রিকেটার। দুই প্রজন্মের ক্রিকেটারও তারা। তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, ছোট একটি টুইটকে কেন্দ্র করেই যুদ্ধে জড়িয়ে পড়লেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার সাবেক হার্শেল গিবস। ঘটনার সূত্রপাত অশ্বিনের একটি টুইটকে ঘিরেই।

যেখানে একটি স্পোর্টস শু’র প্রচারে করেছিলেন অশ্বিন। একটি ট্যুইট করেন। যার জবাবে মজা করে পাল্টা টুইট করেন গিবস। যেখানে তিনি লেখেন, ‘এই জুতো তোমাকে আরও জোরে দৌড়তে সাহায্য করবে।’ কিন্তু অশ্বিন ব্যাপারটাকে সহজভাবে নেননি। পাল্টা টুইটে ২০০০ সালে গিবসের ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনাকে তুলে আনেন। পরে অবশ্য অশ্বিন সেটি ডিলিট করে দেন।

অশ্বিনের টুইটের পর গিবস যে পাল্টা টুইটটি করেছিলেন, সেখানে বলা ছিল, ‘আশা করি এবার তুমি আরও জোরে দৌড়োতে পারবে।’ পাল্টা অশ্বিন লেখেন, ‘তুমি যতটা জোরে বলছ তত জোরে হয়ত দৌড়োতে পারব না। দুর্ভাগ্যজনকবশত তোমার মতো ভাগ্য আমার নয়। তবে আমার মাথাটা খুব পরিষ্কার। তাই কখনো ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়িনি।’ 

এরপরই গিবস লেখেন, ‘আমি মজা করেছিলাম। তুমি বুঝলে না।’ পরে অশ্বিন লেখেন, ‘আমিও মজা করেই জবাব দিয়েছি। মানুষ কীভাবে তা গ্রহণ করছে তার উপর সবকিছু নির্ভর করে।’ 

ফিক্সিংয়ের টুইটটি ডিলিট করে অশ্বিন ফের লেখেন, ‘যা আমার কাছে স্পর্শকাতর তা অন্যের কাছে নাও হতে পারে। যা তোমার কাছে স্পর্শকাতর তা হয়তো আমার কাছে নয়। আমার পরিবার ও ভক্তদের শ্রদ্ধা করি বলেই টুইটটি ডিলিট করেছি।’

Print Friendly, PDF & Email