স্পোর্টস লাইফ, ডেস্ক : রিও অলিম্পিকে ডাইভিংয়ের মোট আট ইভেন্টের মধ্যে শেষ হওয়া সাতটির ছয়টিতেই স্বর্ণ জিতলো চীন। সবশেষ মেয়েদের একক ১০ মিটার প্ল্যাটফর্মে সেরার আসনে বসেন ১৫ বছর বয়সী রেন কিয়ান।
মোট ৪৩৯.২৫ স্কোর করে স্বর্ণ পদক গলায় ঝোলান কিয়ান। তারই স্বদেশী তরুণী শি ইয়াজি ৪১৯.৪০ স্কোরে রুপা জেতেন।
সিনক্রোনাইজড ইভেন্টে (সাঁতার) ব্রোঞ্জ জয়ী কানাডার মেগান বেনফেইটো এই ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন। তার স্কোর ৩৮৯.২০ পয়েন্ট।
এবারের আসরে ডাইভিংয়ে মেয়েদের চারটি ইভেন্টের সবকটিতেই গোল্ড মেডেল নিশ্চিত করেছে চীন। পুরুষ ১০ মিটার প্ল্যাটফর্মের ফাইনালে শেষ হাসি হাসলেই ২০১২ লন্ডন অলিম্পিকের অর্জনকেও ছাড়িয়ে যাবে চাইনিজরা। সেবার ডাইভিংয়ে তারা ছয়টি স্বর্ণ জিতেছিল। রিওতে ইতোমধ্যেই যার পুনরাবৃত্তি হয়ে গেছে।