স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ডিআরইউ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ টিটি ফেডারেশনের সহযোগিতায় ও ডিআরইউ আয়োজিত টেবিল টেনিস টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জনকন্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান।
বৃহস্পতিবার (৬অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে রুমেল খান ২-০ সেটে পরাজিত করেন বাসস এর সৈয়দ মামুনকে।
এর আগে প্রথম সেমিফাইনালে সৈয়দ মামুন (বাসস) ২-০ সেটে জাফর ইকবালকে (সংগ্রাম) এবং দ্বিতীয় সেমিফাইনালে রুমেল খান ২-০ সেটে মুকিমুল আহসান হিমেলকে (চ্যানেল ২৪) হারিয়েছে ফাইনালে উঠেন।
তৃতীয় স্থান নির্ধারনী খেলায় মুকিমুল আহসান হিমেল জাফর ইকবালকে হারিয়েছেন।
সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন। ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
আরও উপস্থিত ছিলেন কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম, সাহাব উদ্দিন সাহাব, রায়হান আল মুঘনি, রাশিদা আফজালুন নেসা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় টেবিল টেনিস দিয়ে এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়েছে।