স্পোর্টস লাইফ, প্রতিবেদক : সোমবার (৮জানুয়ারি) ২০১৮ হতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) এ শুরু হয়েছে বাংলাদেশ যুব গেমস এর ঢাকা বিভাগীয় পর্যায়ে ফুটবল ইভেন্টের চূড়ান্ত পর্বের খেলা।
লটারীতে জয়ী হওয়ার কারণে এক ম্যাচ জিতেই সরাসরি ফুটবল ইভেন্টে ঢাকা বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলায় সরাসরি সেমিফাইনালে উঠেছে মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা দল।
বিকেএসপির ১নং মাঠে অনুষ্ঠিত খেলায় মানিকগঞ্জ জেলা দল ৩-০ গোলে সহজেই গোপালগঞ্জ জেলাকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। দলের পক্ষে খেলার ৭মিনিটে মাসুম মিয়া, ৮ ও ৪১ মিনিটে দুটি গোল করেন অপু সরকার।
এদিকে, ২নং মাঠে কিশোরগঞ্জ জেলা ২-০ গোলে শরীয়তপুর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে খেলার ৪৬মিনিটে রিদয় ও ৫০মিনিটে আকাশ গোল দুটি করেন।
মঙ্গলবার (৯জানুয়ারি) বিকেএসপির ১নং মাঠে সকাল ১০টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ঢাকা জেলা ও নারায়নগঞ্জ জেলা দল। এ ম্যাচের জয়ী দলের সাথে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে মানিকগঞ্জ জেলা দল।
এবং একই সময়ে ২নং মাঠে অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়া ফরিদপুর জেলা দল ও টাঙ্গাইল জেলা দলের মধ্যকার জয়ী দলের সাথে সেমিতে খেলতে কিশোরগঞ্জ জেলা দল।
উল্লেখ্য ১নং এবং ২নং মাঠে বিকেল ৩টায় একই সময়ে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।