স্পোর্টস লাইফ, প্রতিবেদক : ক্রিকেট পরিবারের ছেলে টাইগারদের ওপেনার তামিম ইকবাল টেস্ট ক্যারিয়ারে দেখা পেলেন ২০তম অর্ধশতকের। শুক্রবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাতটি চারের সাহায্যে তিনি অর্ধশতকের কোটা পার করলেন।
টেস্টে ক্যারিয়ারের ৪৪ ম্যাচে ৮৩ তম ইনিংসে এসে ২০তম অর্ধশতকের দেখা পেলেন তামিম। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তামিমের ৭ টেস্টের ১২ ইনিংসে এটি তামিমের ষষ্ট অর্ধশত। এছাড়া ইংলিশের বিপক্ষে দুটি সেঞ্চুরিও আছে টাইগার এই ব্যাটসম্যানের।