স্পোর্টস লাইফ, প্রতিবেদক : থ্রোবল খেলার সম্প্রসারনে দেশে অধিক সংখ্যায় থ্রোবল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন ও সরকারী শারীরিক শিক্ষা কলেজের যৌথ উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারী থেকে ৫মার্চ, ৭দিনব্যাপী সরকারী শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীদের জন্য এক থ্রোবল কোর্সের আয়োজন করা হয়।
উক্ত কোর্সে মোট ৬৩জন শিক্ষার্থী (ছেলে ও মেয়ে) থ্রোবল প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
কোর্স পরিচালনা করেন শামীম-আল্-মামুন, সাধারণ সম্পাদক বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন এবং মোঃ কবির হোসেন ও সুবোল কুমার ঘোষ। ৬মার্চ ২০১৮ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কোর্সের সমাপনী ও সনদ-পত্র বিতরণ অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম (যুগ্ম-সচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারী শারীরিক শিক্ষা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের জেষ্ঠ সহ-সভাপতি তারেক ইকবাল খান মজলিশ। জসিম উদ্দিন আহম্মদ, অধ্যক্ষ সরকারী শারীরিক শিক্ষা কলেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কলেজের শিক্ষকমন্ডলী, অতিথিবৃন্দ, এবং বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।