স্পোর্টস লাইফ, ডেস্ক : দীর্ঘ ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে ভালোই খেলেছে বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাওসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজের দল। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়লেও বিরতির পর জাফর ইকবাল ও আবু সুফিয়ান সুফিলের লক্ষ্যভেদ সম্মানজনক ড্র এনে দিয়েছে বাংলাদেশকে।
লাওসের মাঠে শুরুতে গোল করার সুযোগ পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারেননি। ৫ মিনিটের সময় ক্রস থেকে একজন খেলোয়াড়ের হেড বারের উপর দিয়ে যায়। তারপরের সময়টা ছিল লাওসের নিয়ন্ত্রণে।
২১ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তবে ২৯ মিনিটে ডিফেন্ডার মামুন মিয়ার ভুলে প্রথম গোল হজম করতে হয়েছে। ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি মামুন। কংমাথিলাথ বল পেয়ে গোলরক্ষকের হাতের নিচ দিয়ে জালে জড়িয়ে দিয়ে লাওসকে ১-০ গোলে এগিয়ে দিয়েছেন।
প্রথমার্ধের শেষ দিকে স্কোরলাইন হয়েছে ২-০। মাশুক মিয়া জনি প্রতিপক্ষের একজনকে ফাউল করলে পেনাল্টি পায় লাওস। কংমাথিলাথ সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি।
তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে দুটি গোলই শোধ করে দেয়। স্বাগতিকদের রক্ষণাত্মক ফুটবলও সাহায্য করেছে লাল-সবুজের দলকে। শেষের দিকে একের পর এক আক্রমণে লাওসকে ব্যতিব্যস্ত করে রাখে বাংলাদেশ। ৮১ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন ফরোয়ার্ড জাফর ইকবাল। ইনজুরি সময়ে বক্সের মধ্যে জটলায় বল পেয়ে দুর্দান্ত ভলিতে জালে জড়িয়ে দেন আরেক ফরোয়ার্ড সুফিল। আর বাংলাদেশও মেতে ওঠে অসাধারণ ড্রয়ের আনন্দে।