স্পোর্টস লাইফ, ডেস্ক : বিয়া ও ব্রাঙ্কা ফেরেস জলে নামার আগেই বিশাল উত্তেজনার ঢেউ তুলেছেন জনমানসে৷ব্রাজিলের এই দু’ই সিনক্রোনাইজড সুইমার একে অপরের বোন৷
বছয় পাঁচেক আগে থেকেই লাতিন আমেরিকার সর্বকালের সেরা সুন্দরী অ্যাথলিটদের তালিকায় নাম নথিভুক্ত করেছেন তাঁরা৷২০০৮ বেজিং অলিম্পিক থেকেই স্পোর্টসের মেগা ইভেন্টে অংশ নেওয়ার চেষ্টা করছেন বিয়া-ব্রাঙ্কা৷কিন্তু অবশেষে এবার রিও-র জলেই দাপাবেন তাঁরা৷
সারা বছর চুটিয়ে মডেলিং ও অভিনয় করেও সাঁতারের জন্য আলাদা সময় করে নেন তাঁরা৷২৮ বছরের এই দু’ই বোনকে ঘিরে এখনই জনপ্রিয়তা তুঙ্গে৷ইনস্টাগ্রামেও তাঁদের ভক্ত সংখ্যা নেহাত কম নয়৷বিয়া-ব্রাঙ্কার সেলফি দেখার জন্যও মুখিয়ে থাকেন তাঁদের ভক্তরা৷
ফেরেস বোনেদের দেশেই এবার অলিম্পিক হচ্ছে৷তাঁরা নিশ্চিত যে, এই বিশেষ ইভেন্ট সোনা আসবেই ব্রাজিলের৷এখন দেখার সুন্দর মুখের জয় সর্বত্র হয় কিনা?