স্পোর্টস লাইফ, প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে দেশের ৪৬টি জেলায় পর্যায় ক্রমে চলছে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম-২০১৬।
এরই ধারাবাহিকতায় শুক্র ও শনিবার (২৬ ও ২৭আগস্ট) থেকে বাফুফের অভিজ্ঞ কোচ দ্বারা নতুন ১০টি সদর উপজেলাতে শুরু হয়েছে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম।
১০টি উপজেলায় শুরু হওয়া ৫দিন ব্যাপি এ প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রমে মোট এক হাজার খেলোয়াড় অংশ গ্রহন করে।
নতুন যে ১০টি সদর উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে : নড়াইল সদর উপজেলা, ফেনি সদর উপজেলা, নিলফামারি সদর উপজেলা, বরগুনা সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা, মৌলভীবাজার সদর উপজেলা, নাটোর সদর উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা ও চাঁদপুর সদর উপজেলা ।