স্পোর্টস লাইফ ডেস্ক : দেশের রাজধানীর আর কে খান্না স্টেডিয়ামে শনিবাসরীয় রাতে শুধুমাত্র একটা ডেভিস কাপের ম্যাচই হল না৷‘সুপার সেটারডে’ একটা থ্রিলার দেখল৷রাফায়েল নাদাল বনাম লিয়েন্ডার পেজের হাত ধরেই গোটা গ্যালারি রোলার কোস্টার রাইডে চড়ল৷
স্পেন বনাম ভারতের ওয়ার্ল্ড গ্রুপ প্লে ছিল আরও দু’টো উপকরণ৷স্প্যানিশ সম্রাটের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ ছিনিয়ে নেওয়া৷আর দেশের গর্ব লিয়েন্ডারের হার না মানা মানসিকতায় দিল্লির মন জয়৷
চার সেটের ম্যারাথন ম্যাচে সময় লাগল সাড়ে তিন ঘন্টা৷রাত পৌনে এগারোটায় খেলার যবনিকা পড়ল৷ প্রথম তিন সেটে স্পেন এগিয়ে ছিল ৪ -৬, ৭-৬ (৭-২), ৬-৪৷ চতুর্থ সেটে ফের ঘুরে দাঁড়িয়ে ভারত এগিয়ে ছিল ৪ -২৷
এটাই ছিল লিয়েন্ডার-সাকেত মেনেনি জুটির কাছে ম্যাচ বের করে নেওয়ার সুবর্ণ সুযোগ৷কিন্তু এখানেই নাদাল-মার্ক লোপেজ জাত চিনিয়ে দিলেন৷অভিজ্ঞতার রসদে ভরপুর নাদালরা ম্যাচ বের করে নিলেন ৬-৪৷ স্পেন ফিরে এল ওয়ার্ল্ড গ্রুপে৷
দুটি সিঙ্গলস বাকি থাকতেই ৩-০ টাই মাত করলেন নাদালরা। দেশের মাটিতে প্রত্যাশামতই ০-৫ ভারতের হার শুধু সময়ের অপেক্ষা৷ভারত ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফ থেকে বিদায় নিল।
চোটের জন্য সিঙ্গলসে নামেননি নাদাল৷কিন্তু রিও অলিম্পিকে সোনা জয়ী লোপেজের সঙ্গেই খেললেন৷নাদালকে নিয়ে আলাদা করে বলার কিছুই নেই৷সারা বিশ্ব জানে তাঁর ট্র্যাকরেকর্ড৷কিন্তু বলতে হবে কলকাতার ছেলে লিয়েন্ডারের ফাইটের কথাও৷
৪১ বছরের ‘তরুণ’ খেলোয়াড়া দেশের জুনিয়রদের বার্তা দিলেন যে, তিনি সেরা ছিলেন সেরাই থাকবেন৷সাধে কি আর ম্যাচের পর ১৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক ও বিশ্বের চার নম্বর বললেন,‘‘লিয়েন্ডার যখন আছে ,জানতাম ম্যাচটা সহজ হবে না৷ডেভিস কাপের ইতিহাসে ও অন্যতম সেরা৷ম্যাচটা আমরা জিতেছি ঠিকই , অন্য কিছু হতেই পারত৷’’