স্পোর্টস লাইফ, প্রতিবেদক : সবাইকে চমকে দিয়ে না ফেরার দেশে চলে গেলেনব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান দক্ষিণ মৌড়াইল নিবাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্বনামধন্য খেলোয়াড়, বাফুফের ফুটবল কোচ মোঃ আহসানউল্লাহ মন্টু (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬বছর।
ঢাকা সোনালী অতীত ক্লাবের সাবেক তারকা ফুটবলাররা দুটি দলে বিভক্ত হয়ে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে খেলতে যান আজ মঙ্গলবার (২৬জুন) বিকেলে।
সে ম্যাচে খেলতে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের েহয়ে খেলা স্বনামধন্য ডিফেন্ডার মোঃ আহসানউল্লাহ মন্টু। খেলতে খেলতে তিনি অসুস্থ বোধ করেন। এরপর তিনি মাঠ থেকে বের হয়ে আসেন। এবং কিছুক্ষন রেস্ট করে কাওরান বাজারে নিজ বাসায় ফেরেন।
রাত ১০টার দিকে অসুস্থ বোধ করায় তাকে বাডেম হাসপাতালে নেয়া হলে রাস্তায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কৃতি ফুটবলার।
মন্টুর মৃত্যুতে সোনালী অতিত ক্লাবের সকল খেলোয়াড়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর পক্ষ থেকে।