স্পোর্টস লাইফ, ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুটি গুরুত্বপূর্ণ পদ পেলেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতার।পিসিবি চেয়ারম্যানের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা ও একই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিশ্বের সবচেয় দ্রুত গতির এ বোলার।
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ঘোষণা দেন।
নাজাম শেঠি শোয়েবকে এমন সম্মান দিলেও, পূর্বে অবশ্য চেয়ারম্যান থাকাকালে শোয়েব তাকে খুব একটা সম্মান করেননি। ২০১৩ সালে পিন্ডি এক্সপ্রেস খ্যাত এ বোলার বলেছিলেন, শেঠির অধীনে পাকিস্তান ক্রিকেটে ধস নেমেছে। তার বোঝা উচিৎ সে এখানকার চেয়ারম্যান কোনো টিভির উপস্থাপক নয়।
এদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর অবশ্য পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন শোয়েব আকতার।
ডানহাতি এ ফাস্ট বোলার ১৪ বছরের ক্যারিয়ারে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ফরম্যাটগুলোতে যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯টি উইকেট পেয়েছেন তিনি।